সারাদেশ
মা’কে গুলি করে হত্যা করলো ছেলে
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র সামশুল আলম মাষ্টারের স্ত্রী জেসমিন আক্তারকে গুলি করে হত্যা করেছে ছেলে মাইনুল হাসান।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের পটিয়া পৌরসভার সবজার পাড়ায় নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জায়গা জমি ও ব্যাংকের জমানো টাকা নিয়ে বিরোধের জেরে গুলি করে ছেলে মাকে হত্যা করে পালিয়ে যায়। বাড়ির একটি কক্ষ থেকে একটি পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ছেলে মাইনুল হাসান পলাতক রয়েছে বলেও জানান তিনি।