বিনোদন

যাদের আপন মনে করতাম তারা আমার আপন ছিল না: শাকিব খান

দীর্ঘ ৯ মাস পর অবশেষে ঢাকায় ফিরছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।  যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৬ আগস্ট সকাল ৯টার ফ্লাইটে দেশটি ছেড়েছেন তিনি। সেখান থেকেই ভক্ত-দর্শক ও প্রিয় মাতৃভূমিকে স্মরণ করেছেন এই নায়ক। সেই সঙ্গে ৯ মাসের নানা উপলব্ধির কথাও জানিয়েছেন শাকিব খান। 

শাকিবের ভাষ্য, ‘জীবন যখনই আমাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি করেছে, অথবা নিজেই যখন নিজেকে দিয়েছি ভেঙে গড়ার চ্যালেঞ্জ- উপরওয়ালার রহমতে এবং আমার লাখো-কোটি ভক্তের ভালোবাসায় সবসময় আমি জয়ী হয়েছি। যুক্তরাষ্ট্রে বিগত ৯টা মাসও আমার জীবনে ছিল একটি চ্যালেঞ্জের মতো এবং আবারও আমি আপনাদের ভালোবাসায় তা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।’

বিগত সময়ের প্রসঙ্গে টেনে এই চিত্রনায়ক বলেন, ‘এই ৯টা মাস ছিল অনেকটা অদৃশ্য শেকলে বাঁধা পড়ে থাকা জীবনের মতো। খেয়াল করেছি, মহান ব্যক্তিরা যখন বড় কিছু করেন, তার আগে এমন বিচ্ছিন্ন থাকেন! তারা যখনই নতুন উপলব্ধি নিয়ে আবার শুরু করেন তখনই তাদের সকাল! দূরদেশে এই সময়ে অনেককে পেয়েছি, যারা আমাকে তাদের পরিবারের মানুষ ভেবে আপন করে নিয়েছে, সাপোর্ট দিয়েছে মানসিকভাবে।’

শাকিব আরও বলেন, ‘অন্যদিকে এও বুঝেছি, যাদের এতদিন আপন মনে করতাম তারা কেউ কেউ সত্যিকার অর্থে আমার আপন ছিল না। এর মাঝেও আমার এগিয়ে চলার এই জীবনে অন্ধের মতো সবচেয়ে বড় সাপোর্ট ছিল, দেশ-বিদেশে ছড়িয়ে থাকা লাখো-কোটি ভক্ত-অনুসারী, যারা সবসময় আমার পাশে থেকেছেন, নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন।’

বাংলাদেশে ফেরার বিষয়ে তিনি বলেন, ‘কেন জানি মনে হয় নিজের জীবন-দর্শন, বাস্তবতা ও সবকিছুকে নতুন করে চেনাজানা এবং বোঝার জন্য আমার এই পরিবর্তন ভীষণ প্রয়োজন ছিল। এ সময়ে খুব কাছ থেকে নিজের জীবনের সবকিছু নতুন করে কল্পনায় এঁকেছি, যেমনটা সিনেমায় করে থাকি। এ সময়টা আমায় পৃথিবী ও নিজের সম্পর্কে নতুন করে ভাবতে সাহায্য করেছে। আজ ফিরছি প্রিয় মাতৃভূমিতে। বেঁচে থাকলে আগামী দিনগুলো আরও সুন্দর হবে।’

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, মাত্র তিন মাসের জন্য দেশে ফিরছেন শাকিব খান। আগামীকাল বুধবার ঢাকায় নামবেন তিনি। এরপর আবারও নভেম্বরেই ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে। এ বছর তিনি কাজ করবেন ‘রাজকুমার’ ও ‘মায়া’ নামের নতুন দুটি সিনেমায়। এগুলোর প্রযোজক শাকিব নিজেই।

এই বিভাগের অন্য খবর

Back to top button