বগুড়ায় গৃহবধুকে ধর্ষণ, ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সুজন গ্রেফতার

বগুড়ার সোনাতলায় গৃহবধুকে ধর্ষণ মামলায় ছাত্রলীগ থেকে বহিষ্কৃত নেতা সুজন কুমার(২৮) কে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত সুজন সোনাতলার উপজেলার নামাজখালী গ্রামের সুভাষ ঘোষের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। সুজনের মা সোনাতলা সদর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক সদস্য।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লালমনিরহাটের কালিগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ জুলাই এক গৃহবধুকে সুজন জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ভিকটিমের চিৎকারে আশেপাশে লোকজন এলে সুজন অতি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে যায়।
এই ঘটনায় গৃহবধূ বাদী হয়ে সোনাতলা থানায় ৯ আগষ্ট মামলা দায়ের করে এবং বগুড়া ক্যাম্পে এসেও একটি অভিযোগ দেন ওই গৃহবধূ।
অভিযোগের ভিত্তিতে র্যাব-১২ বগুড়া অভিযুক্ত সুজনকে কে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। একপর্যায়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার সোনাতলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এসএ