প্রধান খবরসারাদেশ

গার্ডার দুর্ঘটনা: ক্রেনচালকসহ ৯ জন গ্রেপ্তার

ঢাকার উত্তরায় প্রাইভেটকারের উপর নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে একই পরিবারের পাঁচ সদস্য নিহতের ঘটনায় ঘাতক ক্রেনচালক ও সহকারী এবং নিরাপত্তার জন্য নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

বুধবার (১৭ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন। 

ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে ওই ৯ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তিনি। 

এর আগে সোমবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরার জসীম উদ্দীন রোড এলাকায় নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় একটি প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচ যাত্রী নিহত হন।

এ ঘটনায়  ১৫ আগস্ট দিনগত রাতে নিহত ফাহিমা আক্তার ও ঝর্ণা আক্তারের ভাই মো. আফরান মণ্ডল বাবু বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা (নং-৪২) দায়ের করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button