ধুনট উপজেলাবগুড়া জেলা

বগুড়ায় জামায়াত নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে একাধিক নাশকতা মামলায় রফিকুল ইসলাম দুলাল (৬৫) নামে এক জামায়াত নেতাকে আদালতের পরোয়ানামূলে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরের দিকে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার রাতে উপজেলা পাঁচথুপি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রফিকুল ইসলাম দুলাল ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

জানা গেছে, রফিকুল ২০০২ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। একইসাথে ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশ ধুনট উপজেলা শাখার নায়েবে আমীরের দায়িত্ব পালন করেন।

২০১৭ সালে বগুড়ার শেরপুর থানায় তার বিরুদ্ধে একটি নাশকতার মামলা দায়ের হয়। ওই মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, শেরপুর থানায় দায়ের করা মামলায় রফিকুল ইসলামের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়াও তার বিরুদ্ধে আরো ৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button