গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে উপনির্বাচনে গণসংযোগ শুরু করেছেন নির্বাচন প্রার্থীতা প্রত্যাশী আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ। এ সময় স্থানীয় জনসাধারণ ও আলেম ওলামাদের নিয়ে এক সংক্ষিপ্ত দোয়ার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তার নিজ বাড়ি জুমাড়বাড়ী ইউনিয়নের বগারভিটা থেকে ৫০০ মোটরসাইকেল নিয়ে গণসংযোগ শুরু করেন।
দোয়া শেষে নির্বাচন প্রার্থীতা প্রত্যাশী আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদের নেতৃত্বে নির্বাচনী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদুজ্জামান বলেন, নিজ গ্রামের বাড়ি সাঘাটার প্রতি টান তার ছোটবেলা থেকেই। সবসময় গ্রামের বাড়ি এলাকা ও এখানকার মানুষের মানোন্নয়নে সচেষ্ট ছিলেন। এই লক্ষ্যে যখনই সুযোগ পেয়েছেন সাঘাটার জুমারবাড়ী এলাকার উন্নয়নের নিজেকে সম্পৃক্ত করেছেন।
তিনি আরো বলেন, মরহুম ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে দেশের ক্ষতি অপূরণীয়। সাঘাটা-ফুলবাড়ী এলাকায় আমি নতুন করে সাজাতে চাই। এখানকার মানুষদের জীবন মান উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা রাখতে চাই। এ জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এলাকাবাসীর সহযোগীতা ও দোয়া।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন এলাকার মাসুম মাস্টার, প্রফেসর মিজানুর রহমান, এনামুল হক তারিক মাস্টার, সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, মতিয়ার রহমান মাস্টার, সাইফুল্লাহ মন্ডল, মাহাবুর রহমান মাস্টার, আমান উল্লাহ মন্ডল, ডা. জয়নাল, আরিফুর রহমান, শফিউল্লাহ শ্যামল, রোকন মন্ডল, আমিরুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, নাহিদুজ্জামান নিশাদ গাইবান্ধার সাঘাটার বগারভিটার বাসিন্দা। বর্তমানে তিনি শহরের সেউজগাড়ীতে বসবাস করেন। উত্তরবঙ্গের সনামধন্য ব্যবসায়ী ও সংগঠক হিসেবে সুপরিচিত নাহিদুজ্জামান নিশাদ দৈনিক জয়যুগান্তর নামে বহুল প্রচারিত পত্রিকার প্রকাশক ও সম্পাদক। এ ছাড়া একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের সঙ্গে জড়িত রয়েছেন নাহিদ।
গাইবান্ধা-৫ সংসদীয় আসনটির সংসদ সদস্য ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ২২ জুলাই নিউইয়র্কের স্থানীয় সময় বিকাল ৪টায় মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। তার মৃত্যুর দিন থেকেই আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।