আন্তর্জাতিক খবর
জড়িয়ে ধরে পাঁজরের হাড় ভেঙ্গে ফেলার অভিযোগে মামলা
আলিঙ্গনের সময় শক্ত করে জড়িয়ে ধরায় পাঁজরের হাড় ভেঙ্গে ফেলার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন চীনা এক নারী।
ওই নারীর দাবি পুরুষ সহকর্মীর আলিঙ্গনে তার পাঁজরের তিনটি হাড় ভেঙ্গে গেছে।
পুরুষ সহকর্মী পাঁজর ভাঙ্গা এই আলিঙ্গন গত বছর দিলেও ওই নারী সম্প্রতি মামলা করেছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওই নারী চীনের হুনান প্রদেশের বাসিন্দা এবং তিনি ইউনসি জেলা আদালতে মামলা করেছেন।
পাঁজরে প্রচন্ড ব্যথার কারণে অফিস থেকে ছুটি নিয়ে চিকিৎসা করেছেন। -এনডিটিভি