বিনোদন
নতুন চমক নিয়ে সালমান খান
বলিউড সুপারস্টার সালমান খানের নতুন লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বর্তমানে এই অভিনেতার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। ‘টাইগার থ্রি’ ও ‘ভাইজান’ সিনেমার শুটিং করছেন তিনি।
এরই মধ্যে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেতা। এতে তাকে বড় বড় চুল, দাড়ি ও আকর্ষণীয় শারীরিক গড়নে দেখা গেছে।
জানা গেছে, বর্তমানে ‘ভাইজান’ সিনেমার শুটিংয়ের জন্য ভারতের লাদাখে অবস্থান করছেন সালমান। সেখান থেকেই ছবিটি পোস্ট করেছেন তিনি। মনোরম পরিবেশ ও সালমানের লুক দুই-ই ভক্তদের মুগ্ধ করেছে। রীতিমতো ভাইরাল ছবিটি।