বগুড়া জেলা

বগুড়ার কালিতলা মন্দিরে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বগুড়ার কালিতলায় গীতাপাঠ, ভক্তিগীতি ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা থেকে কালিতলা মন্দির প্রাঙ্গণে এসবের আয়োজন করা হয়।

আয়োজনের শুরুতে এক ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর তরুন কুমার চক্রবর্তী কালিতলা হাট কালি মন্দিরের সভাপতি উৎপলেন্দু দেব বাচ্চু ও সাধারণ সম্পাদক অলক কুমার বকসি।

এর আগে সকালে মন্দির প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে শতাধিক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন।

এদিকে, আলোচনা সভা শেষে ভক্তিগীতি গান অনুষ্ঠিত হয়। গান শেষে নওগাঁ থেকে আগত অনুরাধা মোহন্ত ভগবান শ্রীকৃষ্ণের রুপ লীলা পদাবলী কীর্তনের মাধ্যমে বর্ণনা করেন। সবশেষে সমবেত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button