প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বগুড়ায় ৩৫০ পিস ইয়াবাসহ মিজানুর রহমান (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)।
আটককৃত মিজানুর দুপাচাঁচিয়া উপজেলার সুনুল্লা মামুদপুর এলাকার মৃত আঃ গফুর মোল্লার ছেলে।
শুক্রবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ।
এর আগে বৃহস্পতিবার সন্ধায় পৌণে ৬টার দিকে শহরের গোদারপাড়া বাজার থেকে থেকে তাকে আটক করা হয়।
ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ মিজানুরকে আটক করা হয়।
তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এসএ