প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

বগুড়ায় মাদক ও প্রতারণা মামলায় দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, শহরের ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে রঞ্জু হোসেন(৪৫) এবং শহরের বৃন্দাবনপাড়া এলাকার মৃত মোজাম্মেল হক প্রামাণিকের ছেলে আব্দুল লতিফ প্রামানিক(৫৫)।

শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে বৃহস্পতিবার রাতে গাজীপুর ও ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বগুড়া সদর থানা পুলিশ অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, লতিফ পেশায় একজন সার্জিক্যাল ব্যবসায়ী ছিলেন। বিভিন্ন ব্যাংক থেকে তিনি ব্যবসায় বিনিয়োগ দেখিয়ে ৭৫ লাখ টাকা আত্মসাৎ করেন। অর্থ ফেরত না পেয়ে তার বিরুদ্ধে ব্যাংকগুলো প্রতারণার মামলা দায়ের করার পর ২০১৭ সাল থেকে তিনি আত্মগোপনে চলে যান। আদালত তাকে প্রতারণার মামলায় ৬ বছরের কারাদণ্ড দিয়েছে।

অপরদিকে রঞ্জু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ২০১৮ সাল থেকে তিনি পলাতক ছিলেন। এরমধ্যে ২০১৯ সালে ১হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তারের অভিযোগে রঞ্জুর ৫ বছরের কারাদণ্ড হয়। তার বিরুদ্ধে বর্তমানে আদালতে ৬টি মাদক মামলা চলমান আছে।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, গ্রেপ্তার দুইজন দীর্ঘ সময় ধরে পলাতক ছিলেন। অবশেষে তাদের গ্রেফতার করা সম্ভব হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button