আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় বৈদ্যুতিক খুঁটি স্থাপনের সময় ক্রেন চালক নিহত

বগুড়ার আদমদীঘিতে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের সময় বিদ্যুৎস্পর্শে ক্রেন চালক নাজিম উদ্দিন (৩৬) নিহত হয়েছেন। এসময় ক্রেনের হেলপার হারুনুর রশিদ (২১) আহত হয়েছেন।

নিহত ক্রেনের চালক নাজিম উদ্দিন কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার নেমশিকালি গ্রামের তাজু মিয়ার ছেলে ও আহত হারুনুর রশিদ চট্রগ্রাম জেলার বানখালি উপজেলার বাড়িগ্রামের শফিউল আলমের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার রেলওয়ে স্টেশন এলাকার খামারবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

তারা নেসকো লিমিটেডের ঠিকাদার প্রতিষ্ঠানে কাজে আদমদীঘি উপজেলায় বৈদ্যুতিক খুঁটি স্থাপনের জন্য কিছুদিন আগে আসেন।

জানা গেছে, সান্তাহার নেসকো বিদ্যুত বিক্রয় ও বিতরণ কেন্দ্রের আওয়ায় আদমদীঘি উপজেলার বিভিন্ন গ্রামে নতুন করে বৈদ্যুতিক খুঁটি বা পোল স্থাপনের জন্য ওই বিভাগের ঠিকাদার প্রতিষ্ঠানের অধিনে বেশ কিছু শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিমেন্টের তৈরী খুঁটি বা পোল ক্রেনের মাধ্যমে স্থাপন করার সময় পাশের বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে ক্রেনের চালক নাজিম উদ্দিন ও হেলপার হারুনুর রশিদ গুরুত্ব আহত হয়।

আহতদের আদমদীঘি হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক নাজিম উদ্দিনকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল জানান, এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button