প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বগুড়ায় দোকানে থাকা ডিম আগের দামে বিক্রি, ক্রয় রশিদ দেখাতে না পারায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীকে আড়াই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শহরের ফতেহ আলী ও রাজাবাজারে চলা অভিযানে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

জান্নাতুল নাইম জানান, বেশি দামে ডিম বিক্রি ও ডিমের ক্রয় রশিদ দেখাতে না পারায় এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় আরেক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button