প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দলিল লেখক নিহত

বগুড়ার শেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কোরবান আলী (৪৫) নামের এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই মোটরসাইকেল আরোহী।

নিহত কোরবান আলী উপজেলার সুঘাট ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের হারেজ উদ্দীনের ছেলে। এছাড়া দুর্ঘটনায় আহতরা হলেন- একই এলাকার রাফী হায়দার আলী ও মো. জিন্নাহ মিয়া।

রোববার ভোররাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, ১৯আগস্ট বিকেলে কোরবান আলী ও রাফী হায়দার মোটরসাইকেল যোগে স্থানীয় ছোনকা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীতমুখি আরেকটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন।

এরমধ্যে গুরুতর আহত শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কোরবান আলীকে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তাঁর অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কোরবান আলী মারা যান।

শেরপুর থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button