বগুড়া জেলা
বগুড়ায় ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

বগুড়ায় ১৭০ বোতল ফেনসিডিলসহ ইমরান নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতারকৃত ইমরান রংপুরের কোতোয়ালি থানার আলমনগর এলাকার ইসতিয়াক আহম্মদের ছেলে।
রোববার ভোরে বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ইমরানকে গ্রেফতার করা হয়েছে। ইমরান পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারের পর সদর থানায় তার বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আগের তিনটি মাদক মামলা রয়েছে।
রোববার দুপুরে তাকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এসএ