গাবতলী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ভটভটি-ইজিবাইক সংঘর্ষ, নিহত ২

বগুড়ার গাবতলীতে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে ব্যাটারি চালিত অটোরিক্সার সংঘর্ষে দুই জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, গাবতলী উপজেলার হোরার দিঘী গ্রামের মৃত জেল হোসেনের ছেলে বাক প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৫৫) ও কোলার বাড়ি গ্রামের ইংরেজ আলীর ছেলে ইয়াছিন আলী।

রোববার দুপুরে গাবতলী উপজেলার পেরীরহাট-মাদলা সড়কে ধোড়া নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, বাক-প্রতিবন্ধী রফিকুল প্রতিবন্ধী ভাতার কার্ড করার জন্য তার মা চায়না বেগমকে সাথে নিয়ে উপজেলা সমাজ সেবা অফিসে নিয়ে যাচ্ছিলেন। তারা একটি ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে যাওয়ার সময় ধোড়া নামকস্থানে বিপরীতমুখী একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ইজিবাইকের চালকসহ ৪ জন যাত্রী গুরুতর আহত হন।

তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রফিকুল ও ইয়াছিন আলী মারা যান।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ভটভটি চালক পালিয়ে গেছে। এ ঘটনায় একাউকে আটক করা হয়নি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button