
এশিয়া কাপের পর্দা উঠতে বাকি আর মাত্র ছয় দিন। তাই প্রস্তুতি সারতে দুই দলে বিভক্ত হয়ে ম্যাচ খেলেছে বাংলাদেশের ক্রিকেটাররা।
রোববার (২১ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে দুইটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে মাঠে নামে টাইগাররা।
যেখানে লাল দলের নেতৃত্ব দিয়েছেন টি-টোয়েন্টির নতুন অধিনায়ক সাকিব আল হাসান এবং সবুজ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেনকে।
এদিন মিরপুরে বড় ভাই সাকিবদের বিপক্ষে ১৫ রানে হেরে গেছে আফিফরা।
রোববার দুপুর দেড়টায় অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে হারিয়ে ১৬৫ রান করে বাংলাদেশ লাল দল। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৫০ রান তুলে থামতে হয় আফিফের সবুজ দলকে।