বগুড়ায় অপহরণ মামলার ২ আসামী গ্রেফতার

বগুড়ায় ৯ মাস আগে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ গ্রহণের মামলায় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেফতার হওয়া ওই আসামী হলো- সদরেরে নিশিন্দারা এলাকার কহিনুর সরদারের ছেলে তোহিদ হাসান ওরফে টাইগার এবং শাজাহানপুর উপজেলার গোহাইল হিন্দুপাড়ার মৃত সোভা চন্দ্রের ছেলে শুকেন ওরফে সৌখিন।
সোমবার সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে রোববার দুপুর দেড়টার দিকে শহরের নিশিন্দারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপহরণ ও মুক্তিপণ মামলার ওই দুই আসামী দীর্ঘদিন থেকে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে ২০২১ সালের ১৪ নভেম্বর বগুড়া শহরের সাতমাথা লোটোর দোকানের সামনে থেকে ভিকটিম সিরাজুল ইসলামকে গ্রেফতারকৃত আসামীরা এবং অন্যান্য অপরাপর আসামীগণ অপহরণ করে। পরে শহরের জহুরুল নগর এলাকার একটি বাড়ড়িতে আটকে রেখে মুক্তিপণ গ্রহণ করে।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানে হয়েছে।
এসএ