বগুড়া জেলা
বগুড়ায় গাঁজাসহ আটক ৩

বগুড়ায় দশ কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)।
আটককৃতরা হলেন- কুমিল্লার গোবিন্দপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো: হোসেন(২৭) ও একই জেলার ইছাপুরা দক্ষিণপাড়া ফক্কু মিয়ার ছেলে তোফায়েল আহমেদ(২২) এবং গাজীপুরের খিরাটি এলাকার জামাল উদ্দীনের ছেলে সজীব মিয়া(২৬)।
সোমবার দুপুর আড়াইটার দিকে কাহালুর মুরুইল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দশ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে কাহালু থানায় মামলায় দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এসএ