বগুড়ায় ধানক্ষেত থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে ধান ক্ষেত থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আখের উদ্দিন (৪০) বগুড়া সদর উপজেলার চান্দপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
সোমবার সকাল সাড়ে নয়টার দিকে বগুড়া-নাটোর মহাসড়ক থেকে দুশো গজ অদূরে ওমরপুর সতীশ চন্দ্র কলেজ সংলগ্ন একটি ধান ক্ষেত মরদেহ উদ্ধার হয়।
জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে ধানখেতে একজনের গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহর পাশে একটি পালসার মোটরসাইকেল ও হেলমেট পড়ে ছিল। তাকে দূবৃত্তরা পূর্ব পরিকল্পিত ভাবে ডেকে এনে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে হয় ধারণা করা হচ্ছে। নিহত আখের উদ্দিনের বিরুদ্ধে দুটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
এসএ