বগুড়ায় ৫০ কেজি গাঁজাসহ ২ যুবক আটক
বগুড়ার ৫০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র্যাব। এসময় তাদের ব্যবহৃত ট্রাকটিও জব্দ করে হয়।
আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার গোকুল নগরা এলাকার আবুল খায়েরের ছেলে আমির হোসেন (২১) ও ধামঘর এলাকার কামাল হোসেনের ছেলে মোশারফ হোসেন (২৫)। এদের মধ্যে আমির হোসেন ট্রাকচালক এবং মোশারফ তার সহকারী।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা ফটকীব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১২ বগুড়া থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়ার একটি দল ঢাকা-বগুড়া মহাসড়কের চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। অভিযানে ট্রাক থেকে ৫০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও ২ টি মোবাইল জব্দ করা হয়। সেইসাথে জব্দ করা হয় তাদের ব্যবহৃত ট্রাক।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ