কাহালু উপজেলাপ্রধান খবর

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় আকরাম হোসেন (৩০) এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিহত আকরাম বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বরবেটি কেষ্টপুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

সোমবার সকালে উপজেলার জামগ্রাম চিরতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আকরাম মোটরসাইকেলযোগে নন্দীগ্রামেে দিকে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাইসাইকেলকে ধাক্কা দেন তিনি। এরপরই রাস্তার পাশে থাকা ইটের স্তূপের সঙ্গে ধাক্কা লাগে তার। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

কাহালু থানার ওসি আমবার হোসেন জানান,
মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button