৯ হাজার ইউক্রেনীয় সেনা নিহত: কিয়েভ
ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত নয় হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।
সোমবার (২২ আগস্ট) ইউক্রেনের আর্মড ফোর্সেসের প্রধান ভালেরি ঝালুঝাইনি এ তথ্য জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়া ইউক্রেনে হামলা করার পর এবারই প্রথমবারের মতো নিজেদের সেনাদের হতাহতের খবর জানাল ইউক্রেন।যা একটি বিরল ঘটনা।
সাবেক সেনা ও যুদ্ধে মারা যাওয়া সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে ভ্যালেরি জালুঝিনি বলেন, ইউক্রেনের শিশুদের একটি বিষয়ে বিশেষভাবে বলা দরকার যে, তাদের অনেকেরই বাবা যুদ্ধের ময়দানে চলে গেছে এবং হয়তো এরই মধ্যে যে ৯ হাজার বীর যোদ্ধা নিহত হয়েছেন তাদের মধ্যে তাদের অনেকের বাবাই রয়েছে।
গত ৬ মাসের যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো পক্ষই এই বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি। এই প্রথম ইউক্রেনের পক্ষ থেকে সর্বোচ্চ দায়িত্বশীল পর্যায় থেকে হতাহতের বিষয়ে সংখ্যা উল্লেখ করে বক্তব্য দেওয়া হলো।
জাতিসংঘ বলেছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে ৫ হাজার ৫৮৭ জন বেসামরিক লোক নিহত এবং ৭ হাজার ৮৯০ জন আহত হয়েছেন।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ সোমবার (২২ আগস্ট) জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে দেশটির অন্তত ৯৭২ শিশু নিহত বা আহত হয়েছেন। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন, আমার বিশ্বাস এই সংখ্যাটা আরও অনেক বেশি।