প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় অতিরিক্ত ধান মজুদ করায় এক প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে অতিরিক্ত ধান মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে এক প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার। এ সময় বাজার পরিদর্শক বগুড়া ও শেরপুরের খাদ্য পরিদর্শক উপস্থিত ছিলেন। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা ও এপিবিএন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

জেলা প্রশাসন তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে অতিরিক্ত ধান মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে উপজেলার মজুমদার এগ্রো লিমিটেডকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ সালের আইন অনুযায়ী ৭ লাখ টাকা জরিমানা করা হয়।

বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান চালানো হয়েছে। অসাধুভাবে কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button
A palavra '' foi encontrada no array.