সারাদেশ

ফ্রি-ফায়ার খেলতে বাধা দেয়ায় খুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফ্রি ফায়ার গেমস খেলাকে কেন্দ্র করে শাহীন নামে এক যুবেকের বৈঠার আঘাতে আসাদ খান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত আসাদ একই গ্রামের মৃত ইদন খাঁর ছেলে।

শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, প্রতিবেশি নুরজুমানের ছেলে শাহীন তাদের বাড়ির পেছনে বসে প্রায়ই মোবাইলে গেমস খেলে। শনিবার সকালে আসাদ বাজার থেকে ফিরে দেখতে পান শাহীন বাড়ির পেছনে বসে মোবাইলে গেমস খেলছে। এ সময় তিনি শাহীনকে অন্য স্থানে চলে যেতে বলেন। এতে শাহীন ক্ষিপ্ত হয়ে নৌকার বৈঠা দিয়ে আসাদের মাথায় আঘাত করেন। পরে গুরুতর অবস্থায় আসাদকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসাদকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের অন্য খবর

Back to top button