শেরপুর উপজেলা

বগুড়ায় কবি চিকিৎসক মুহাম্মদ রহমতুল বারী’র মৃত্যু

বগুড়ার শেরপুরের ৮৬ বছর বয়সী বিশিষ্ট কবি চিকিৎসক মুহাম্মদ রহমতুল বারী মারা গেছেন।

শনিবার বাদ জোহর শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত হযরত শাহ তুর্কান কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজাপূর্ব সংক্ষিপ্ত স্মরণসভায় বক্তব্য রাখেন- শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, মরহুমের ছেলে ডা. শফিউল বারী, নাতি ডা. মো: আহমদ আব্দুল্লাহ আল জামি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজী, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, বিএনপি নেতা কেএম মাহবুবুর রহমান হারেজ প্রমূখ। জানাজায় মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, কবি, সাহিত্যিক, চিকিৎসক, শিক্ষক ও সাংবাদিকসহ নানা শ্রেণীর মানুষ।

১৯৩৬ সালের ২৮ অক্টোবর বগুড়া জেলার ধুনট উপজেলার গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বগুড়া জিলা স্কুল থেকে ম্যাটিকুলেশন পাশ এবং ১৯৬৩ সালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ১৯৬৬ সালে তিনি সরকারি ডাক্তারি চাকুরী ছেড়ে শেরপুরে ব্যক্তিগতভাবে চিকিৎসা সেবা প্রদান শুরু করেন। জীবদ্দশায় তিনি বগুড়া লেখক চক্র পুরস্কার ১৯৯০, এসএম রাহী পুরস্কার ১৯৯১সহ নানা পুরস্কার পেয়েছেন আজাবীন সাহিত্যমনা এই চিকিৎসক কবি।

বিশিষ্ট কবি ডা. মুহম্মদ রহমতুল বারী শেরপুর সাহিত্য চক্রের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন একজন কবিতা প্রেমিক। তিনি স্বপ্নের সোনালী আবির, জেগে থাকিসহ ১৩টি কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর একমাত্র গল্প গ্রন্থ ‘বিকাউ।

এদিকে বিশিষ্ট কবি ও চিকিৎসক মুহম্মদ রহমতুল বারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শেরপুর সাহিত্য চক্র, শেরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button