গাবতলী উপজেলা

গাবতলী থানার ওসি’র বদলি

বগুড়ার গাবতলী থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) সিরাজুল ইসলামকে বদলী করা হয়েছে। রাজশাহী রে‌ঞ্জের ডিআই‌জি আব্দুল বা‌তেন এই অ‌ফিস আ‌দে‌শে স্বাক্ষরে তাকে জয়পুরহাট জেলায় বদলী করা হ‌য়ে‌ছে।

রোববার রাজশাহী রে‌ঞ্জের ডিআই‌জির কার্যালয়ের এক অ‌ফিস আ‌দে‌শ তা‌কে বদলী করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী।

এর আগে সিরাজুল ইসলাম শিবগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ওসি সিরাজুল ইসলাম জানান, বদলির আদেশের ব্যাপারে মৌখিকভাবে জেনেছি তবে এখনো চিঠি হাতে পাইনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button