নন্দীগ্রাম উপজেলাপ্রধান খবর

বগুড়ায় বঙ্গবন্ধু চত্বরে ককটেল বিস্ফোরণ

বগুড়ার নন্দীগ্রামে বঙ্গবন্ধু চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এঘটনা ঘটে।

জানা গেছে, জাতীয় শোক দিবস উপলক্ষে বিকেলে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা ছাত্রলীগ শোক সভার আয়োজন করা হয়। শোকসভা শেষ সন্ধ্যার আগেই
নেতাকর্মীরা চলে যান। হঠাৎ রাত সাড়ে ৮ টার দিকে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়। এ ঘটনায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।বিকট শব্দ হয়েছে, তবে সেটি ককটেল কি না এখনো বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button