আইন ও অপরাধপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় স্বামী হত্যার দায়ে স্ত্রী’র ১০ বছরের কারাদণ্ড

বঁটির আঘাতে কুপিয়ে স্বামীকে হত্যা মামলায় স্ত্রী খাদিজা বেগমকে (৪৩) দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত খাদিজা বেগম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোচপুকুর গ্রামের হাফিজার রহমানের মেয়ে।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এ রায় দেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন জানান, খাদিজা বেগম সৌদি আরবে কর্মরত ছিলেন। সেখান থেকে ফিরে স্বামীর সঙ্গে সংসার করাবস্থায় ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরের মেঝেতে থাকা বঁটি দিয়ে শহিদুল ইসলামকে আঘাত করেন।

পরিবারের শহিদুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে ওই দিন রাত সোয়া ৮টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরে শহিদুল ইসলামের মা সাইজান বিবি নিজেই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button