আদমদিঘী উপজেলা
আদমদীঘিতে ইয়াবাসহ যুবক আটক
বগুড়ার আদমদীঘিতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হানিফ খন্দকার (২৫) নামের এক যুবককে আটক করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ।
আটককৃত হানিফ খন্দকার নওগাঁ জেলার রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের আহাদ আলীর ছেলে।
রবিবার তাকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে শনিবার বিকেলে উপজেলার উথরাইল গ্রামস্থ রেলগেটের দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
সন্তাহার ফাঁড়ির টিএসআই রকিব হোসেন জানায়, রাস্তার উপর মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রি করার সময় ৪০পিস ইয়াবা ট্যাবলেটসহ হানিফ খন্দকার কে আটক করা হয়।
তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দিয়ে রবিবার তাকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এসএ