বগুড়া জেলা

হয়রানির প্রতিবাদে বগুড়ায় হোমিওপ্যাথিক চিকিৎসক সমাবেশ

জাতীয় হোমিওপ্যাথিক স্বার্থ সংরক্ষণ কমিটির ডাকে সারা বাংলাদেশের ন্যায় বগুড়া জেলার সমস্ত হোমিওপ্যাথিক চেম্বার ও ফার্মেসী সমূহ সারাদিন কর্মবিরতি পালন করেছে।

রোববার বিকাল চারটার দিকে হোমিওপ্যাথিক চিকিৎসক সমাবেশ শহরের গালাপট্টিতে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল এসোসিয়েশন বগুড়ার সভাপতি ডাঃ মোস্তফা আলম এর সভাপতিত্বে ও ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন এর সভাপতি ডাঃ মুন্জুরুল আলম লিটন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ এস এম মিল্লাত হোসেন, সাবেক অধ্যক্ষ ডাঃআব্দুস সামাদ, সাবেক অধ্যক্ষ ডাঃ আয়ুব হোসেন, ডাঃ হুমায়ন কবীর, ডাঃ আব্দুল খালেক, ডাঃ আকতার আলম রেহান, ডাঃমোহাম্মদ আতিকুর রহমান সুমন, ডাঃ শাহ গাজী, ডাঃআব্দুল হামিদ খান, ডাঃ আব্দুল মতিন, ডাঃ এনামুল হক বাবু বিশ্বাস, ডাঃ মাওলানা আকরাম বিন হামেদ, ডাঃ মানছুরা খাতুন, ডাঃ আবুল মুনসুর, ডাঃ ফাহমিদা আক্তার ফেন্সি, ডাঃ আব্দুল আলীম, ডাঃএ এস এম সাহাবুদ্দিন আহমেদ, ডাঃশফিকুল ইসলাম, ডাঃ এহতেশাম আলী আহমেদ,ডাঃ ফিরোজ মাহমুদ, ডাঃ সাজ্জাদ হোসেন, ডাঃমঈন উদ্দিন, ডাঃ আবুল কালাম আজাদ, ডাঃ আনোয়ার হোসেন,ডাঃ সুজিত কুমার ভৌমিক, ডাঃ স্বপন কুমার ঘোষ, ডাঃ শরীফ উদ্দিন সজীব, ডাঃ রাশেদুল ইসলাম, ডাঃ মোজাফফর হোসেন, ডাঃ প্রমিত কুমার মন্ডল, ডাঃ বেলাল হোসেন মন্ডল, ডাঃ অভিজিৎ সরকার পার্থ, ডাঃসাখাওয়াত হোসেন, ডাঃ আব্দুল ওয়াহেদ, ডাঃজিতেন্দ্রনাথ সরকার, ডাঃ এ কে সরকার সাগর সহ প্রমুখ।

বক্তাগণ রেজিস্ট্রার্ড হোমিওপ্যাথিক ডাক্তার হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হোমিও বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০৪১ বাস্তবায়নের প্রতিবন্ধকতাকারী সহ ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদের মাধ্যমে স্বাস্হ্য খাতে বর্তমান সরকারের অর্জনকে ম্লান করার অপপ্রয়াসকে রুখে দাঁড়ানোর ঘোষণা দেন। পাশাপাশি আর কোন হোমিওপ্যাথিক চিকিৎসক যেন হয়রানির শিকার না হয় তার জন্য আহবান জানান।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button