প্রধান খবরসারিয়াকান্দি উপজেলা

বগুড়ায় সার পাচারকালে ডিলার আটক ও জরিমানা

বগুড়ার সারিয়াকান্দিতে সার পাচার কালে ৯বস্তা সার আটক এবং ডিলার ও ক্রেতার নিকট থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে সারিয়াকান্দি-বগুড়া সড়কে আমতলী নামক স্থান ৯ বস্তা সার আটক করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল হালিম জানান, সার পাচারের সংবাদ পেয়ে তিনি অভিযান চালিয়ে সারিয়াকান্দি-বগুড়া সড়কে আমতলী নামক স্থান থেকে ২বস্তা টিএসপি,২বস্তা ড্যাব ও ৫বস্তা ইউরিয়া সার আটক করেন ।

এরপর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সার বিক্রির অভিযোগে সার ডিলার (নিশান ইন্টারপ্রাইজ) আব্দুর রাজ্জাক এর ৫হাজার, খুচরা বিক্রেতা আশরাফ আলীর ৫হাজার এবং সার ক্রেতা গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের বকসিপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে টিটু মিয়ার নিকট থেকে ৩হাজার টাকাসহ মোট ১৩হাজার টাকা জরিমানা আদায় করেন।

উদ্ধারকৃত ৯বস্তা সার জব্দ দেখিয়ে স্পট নিলামে ৮হাজার টাকা বিক্রি করে সরকারী কোষাগারে জমা করা হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button