প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ফেন্সিডিলসহ আটক এক যুবক

বগুড়ায় ১৭৭ বোতল ফেন্সিডিলসহ রুবেল খান (২৬) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

আটক রুবেল বরগুনা জেলার নলিচড়ের গছিয়া এলাকার মৃত কামাল খানের ছেলে।

মঙ্গলবার র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে সোমবার রাত সাড়ে ১১ টার দিকে সদরের কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে চেকপোস্ট বসিয়ে তল্লাশী অভিযান পরিচালনা করে। এসময় ওই পিকআপ তল্লাশী করে ১৭৭ বোতল ফেন্সিডিলসহ রুবেলকে আটক করা হয়। সেই সাথে একটি মোবাইল ফোন, নগদ অর্থ এবং পিকআপটি জব্দ করে র‍্যাবের সদস্যরা।

আটক হওয়া ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়ার জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব ১২ বগুড়ার স্কোয়াড্রন লীডার ও কোম্পানী কমান্ডার তৌহিদুল মবিন খান।


এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button