ক্রিকেটখেলাধুলাপ্রধান খবর

আফগানদের ১২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

শুরুতে হতাশ করেছেন ওপেনাররা। তরুণ ওপেনারদের পথ অনুসরণ করলেন সিনিয়ররাও। সমর্থকদের আশা পূরণে ব্যর্থ হন তারাও। পাওয়ার প্লেতে আসেনি প্রত্যাশানুযায়ী রান।

আফগান স্পিনে কাবু টাইগাররা ব্যাটাররা হাত খোলারই সুযোগ পাননি তখন। ব্যাটিং ইনিংসের অর্ধাংশেও পড়ে সে ছাপ। স্কোরবোর্ড তিন অংকের ঘরে যেতে পারে কি না তা নিয়েই এক পর্যায়ে দেখা দেয় শঙ্কা। শেষ পর্যন্ত সে শঙ্কার মেঘ আড়াল হয়।

মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের ১২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।   

এই বিভাগের অন্য খবর

Back to top button