এশিয়া কাপ: প্রথম ম্যাচেই উড়ে গেল বাংলাদেশ

নাজিবুল্লাহ জাদরানের ব্যাটিং তাণ্ডবে এশিয়া কাপের প্রথম ম্যাচে উড়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশের ছুড়ে দেওয়া ১২৮ রানের টার্গেট আফগানিস্তান তুলে ফেলে ১৮.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে। ৭ উইকেটের জয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হলো আফগানদের। অন্যদিকে সুপার ফোরে যেতে হলে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে হবে বাংলাদেশকে। লঙ্কানদের কাছে হেরে গেলে বিদায় নিতে হবে খালি হাতে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের করা ১২৭ রান তাড়া করতে নেমে ১৩তম ওভারে দলীয় ৬২ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় আফগানিস্তান। এরপর জুটি বাঁধেন ইব্রাহিম ও নাজিবুল্লাহ জাদরান। যদিও ১৬ ওভার পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই ছিল।
কিন্তু মোস্তাফিজের করা ১৭তম ওভারে ২ ছক্কায় ১৭ রান ও সাইফ উদ্দিনের করা ১৮তম ওভারে ২ চার ও ২ ছক্কায় ২২ রান নিয়ে ম্যাচ বের করে ফেলেন দুই জাদরান। চতুর্থ উইকেটে তারা দুজন বাংলাদেশের বোলারদের কড়াভাবে শাসন করেন। মাত্র ৩৩ বলে ৬৩ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
ইব্রাহিম ৪১ বলে ৪ চারে ৪৩ ও নাজিবুল্লাহ মাত্র ১৭ বলে ১ চার ও ৬ ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন। তার স্ট্রাইক রেট ছিল ২৫৩.৯৪।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ১৩১/৩ (১৮.৩ ওভার শেষে)।
ব্যাটিং: ইব্রাহিম ৪২* ও নাজিবুল্লাহ ৪৩*।
আউট: ১৫/১ (গুরবাজ ১১), ৪৫/২ (জাজাই ২৩), ৬২/৩ (নবী ১১)।
বোলিং: সাকিব ১/১৩, মোসাদ্দেক ১/১২ ও সাইফ উদ্দিন ১/২৭।
বাংলাদেশ: ১২৭/৭ (২০ ওভার শেষে)।
ব্যাটিং: মোসাদ্দেক ৪৮* ও সাইফ উদ্দিন ০*।
আউট: ৭/১ (নাঈম শেখ ৫), ১৩/২ (এনামুল ৫), ২৪/৩ (সাকিব ১১), ২৮/৪ (মুশফিক ১), ৫৩/৫ (আফিফ ১২*), ৮৯/৬ (মাহমুদউল্লাহ ২৫) ও ১২৭/৭ (মাহেদী ১৪)।
বোলিং: মুজিব ৩/১৬ ও রশিদ ৩/২২।
ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী।