প্রধান খবরশেরপুর উপজেলা
বগুড়ায় কচুক্ষেত থেকে বিদেশী “রিভলবার’ উদ্ধার

বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে কচুক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে পুলিশ। তবে আগ্নেয়াস্ত্রটির মালিক বা সংশ্লিষ্ট কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
মঙ্গলবার বিকেলে এই তথ্য নিশ্চিত করে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান।
এর আগে ২৯আগস্ট রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্বপাশে কচুক্ষেতের মধ্যে থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
কামরুজ্জামান জানান, গোপনে খবরে জানতে পারেন শেরুয়া গ্রামে আগ্নেয়াস্ত্র রয়েছে। পরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এরপর কচুক্ষেতের মধ্যে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি পুরনো হলেও সচল আছে। তবে এটির মালিক বা সংশ্লিষ্ট কারো সন্ধান মেলেনি। তাই অস্ত্রটি জব্দপূর্বক থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
এসএ