প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় সিএনজি-অটোরিকশা সংঘর্ষ, যুবক নিহত

বগুড়ায় সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

নিহত আবু বক্কর সিদ্দিক গাবতলী উপজেলার সাতচুয়া গ্রামের সামছুল হকের ছেলে।

মঙ্গলবার বেলা তিনটার দিকে মাটিডালি-পীরগাছা সড়কে চান্দের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বগুড়া শহর থেকে সিএনজি চান্দের বাজার নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী একটি ব্যাটারীচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়। এতে উভয় পরিবহণের কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।এরমধ্যে গুরুতর আহত আবু বক্কর সিদ্দিককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, এ ঘটনায় নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button