বিনোদন
অভিনেতা সাগর হুদা আর নেই
অভিনেতা সাগর হুদা মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে তিনি স্ট্রোক করেন।
তার মৃত্যুর সংবাদটি জানিয়েছেন নাট্য পরিচালক মাবরুর রশিদ বান্নাহ।
সাগর হুদা টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করতেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে—’বেয়াইন আই লাভ ইউ’, ‘খটকা’, ‘হারাম’, ‘ন্যাপকিন’, ‘দ্য জু’, ‘সুইপার ম্যান’, ‘শুক্রবার’ ও ‘আক্কেল সেলামি’।
তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা, নাট্য পরিচালক ও ভক্তরা শোক জানিয়েছেন।