সারাদেশ

চিরকুট লিখে আত্মহত্যা: সানাজানার বাবা গ্রেফতার

রাজধানীর দক্ষিণখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত সানাজানার আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত বাবাকে ময়মনসিংহের গফরগাঁও থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে শাহীন আলমকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া সহকারী পরিচালক এএসপি আল আমিন।

তিনি বলেন, শনিবার (২৭ আগস্ট) রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক এলাকায় ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সানজানা মোসাদ্দেক আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে চিরকুটে ওই ছাত্রী তার বাবাকে ‘পশু’ ও ‘রেপিস্ট’ বলে উল্লেখ করেছেন।

এ ঘটনায় রাতেই সানজানার মা বাদী হয়ে নিহতের বাবার বিরুদ্ধে মামলা করেন। এতে ওই শিক্ষার্থীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়।

ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন নিহতের বাবা শাহীন আলম।

এই বিভাগের অন্য খবর

Back to top button