বগুড়ায় অটোরাইস মিলের কর্মচারীর মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে অটোরাইস মিলের দোতলার সিঁড়ি থেকে পড়ে শহিদুল ইসলাম (৩৫) নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
নিহত শহিদুল ইসলাম নওগাঁর মান্দা উপজেলার ভারসো গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি শাজাহানপুরের উমরদীঘি হাট এলাকায় অবস্থিত নর্দান অটোরাইস মিলের ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
মিলের মালিক গোলাম নবী জানান, রাইস মিলের দোতলায় টাইলসের কাজের তদারকি করছিলেন শহিদুল। সকালে অসুস্থবোধ করায় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়৷ মিলের অন্য কর্মচারীরা তাকে মেডিকেলে নিয়ে যান। কিন্তু সেখানে যাওয়ার পর জানা যায় শহিদুল মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করে ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে শহিদুলকে আহত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শহিদুলের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।
এসএ