সারাদেশ

তিস্তার পানি বিপৎসীমার উপরে, বন্যা ও ভাঙনের আশঙ্কা

উজানের পাহাড়ি ঢল ও টানা ভারি বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিস্তার ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে পান প্রবাহ রেকর্ড করা হয়।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড জানান, পানি আরও বৃদ্ধি পেতে পারে।

এরই মধ্যে নিম্নাঞ্চলের কয়েকশো পরিবার পানিবন্দি হয়েছে বলে জানা গেছে।

এদিকে, তিস্তার পানি বৃদ্ধির ফলে বন্যা ও ভাঙনের আশঙ্কা করছেন নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার প্রায় ৫০ হাজার পরিবার।

এই বিভাগের অন্য খবর

Back to top button