সারাদেশ

ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী’র আত্মহত্যা

গাজীপুরের কালীগঞ্জের উত্তরগাঁও এলাকায় এক শাড়িতে ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার মানিক মিয়ার ছেলে ঈমান আলী (৩৫) এবং পার্শ্ববর্তী জুগুলী গ্রামের আব্দুল মজিদের কন্যা মিনজু আক্তার (২১)।

জানা গেছে, ঈমান আলী ও তার স্ত্রী মিনজু আক্তার গত রাতে হাতে মেহেদী লাগায় এবং প্রতিদিনের মতো খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময় ঘরের আড়ার (ধরনা) সাথে দু’জনে এক শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সকালে বাড়ির লোকজন দু’জনকেই ঘরের ভেতর ফাঁস লাগানো অবস্থায় ঝুঁলে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

জানা যায়, নিহত স্বামীর আগের সংসারে দুটি কন্যা সন্তান এবং স্ত্রীর আগের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে।

পুলিশ জানান, সকালে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র: নয়াদিগন্ত

এই বিভাগের অন্য খবর

Back to top button