প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

বগুড়া জেলার শেরপুর উপজেলায় পুকুরে ডুবে আবু বকর সিদ্দিক (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) রাত ৮টায় উপজেলার বিলাশপুর ইউনিয়নের নাইশিমুল গ্রামে ওই ঘটনা ঘটে।

আবু বকর সিদ্দিক নাইশিমুল গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।

জানা গেছে, বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলছিল। খেলতে খেলতে পুকুরের পাশে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে ডুবে যায়। বাবা-মা শিশুটিকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন কিন্তু পাননি। রাত ৮টার দিকে প্রতিবেশীরা পুকুরের পানিতে বাচ্চাটিকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান, থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button