প্রধান খবরসারিয়াকান্দি উপজেলা

বগুড়ায় যমুনা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আতিকুর রহমান (২২) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, আতিকুর ৩১ আগস্ট সকালে তার ভাবির বাবার বাড়ি সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউপির নয়াপাড়ার আইজার মণ্ডলের বাড়িতে বেড়াতে যান। ওইদিন বিকেল ৪টায় আতিকুর ঢাকা থেকে বেড়াতে আসা তৃতীয় শ্রেণির ছাত্র রিফাত মিয়ার সঙ্গে যমুনা নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে আতিকুর গভীর পানিতে তলিয়ে যান। পরে রিফাত দৌড়ে গিয়ে আতিকুরের ভাবির বাড়িতে খবর দেন।

আতিকুরের ভাবি মায়া খাতুনের চাচা আইবর মণ্ডল জানান, খবর পেয়ে তিনি প্রায় দুই ঘণ্টা পানিতে খোঁজ করেন। না পেয়ে তারা স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেন।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের লিডার ময়েজ উদ্দিন বলেন, যমুনায় নিখোঁজ ছাত্রকে খুঁজতে ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরি দলকে খবর দেয়া হয়। তারা বৃহস্পতিবার সকালে অভিযান শুরু করলে বেলা সাড়ে ১১টায় মরদেহটি উদ্ধার করা হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button