জাতীয়পরিবহনপ্রধান খবর
আজ থেকে কার্যকর নতুন বাস ভাড়া
তেলের দাম লিটারে ৫ টাকা কমায় কিলোমিটার প্রতি বাস ভাড়া ৫ পয়সা কমিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকেই কার্যকর হচ্ছে নতুন এই বাস ভাড়া।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া ৫ পয়সা কমিয়ে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা ঠিক করা হয়েছে।
এ ছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা। সকাল থেকেই থেকে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট পরিচালনা করবে। সাথে থাকবে পরিবহন মালিকদের পক্ষ থেকে প্রতিনিধি।