আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় এ্যাম্পলসহ এক ব্যবসায়ী আটক

আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে ১০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ রমজান আলী (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

আটককৃত মাদক কারবারি রমজান আলী আদমদীঘির সান্তাহার চা-বাগান এলাকার শাহিন আলীর ছেলে।

২ সেপ্টেম্বর শুক্রবার সকালে তাকে স্টেশনের ৩নং প্লাটফরম থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, সকালে রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটফরমে মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিক্তিতে স্টেশনের জনৈক দিলদার আলীর বুকস্টলের সামনে থেকে রমজান আলী নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১০ পিস নেশার এ্যাম্পল ইনজেকশন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। দুপুরে আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button