বগুড়ায় এক হাজার তাল বীজ রোপণ

বগুড়ার গাবতলী উপজেলার বিভিন্ন স্থানে এক হাজার তালবীজ রোপণ করা হয়েছে।
কাহালুর প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা (স্যানো) এর সভাপতি এটিএম আহসান হাবীব তালুকদার রনজু এর সার্বিক তত্ত্বাবধানে এবং প্রকৃতি প্রেমিক একেএম নুরুল হুদা (লায়েল) এর সহযোগিতায় এ কর্মসূচীর আয়োজন করা হয়।
শুক্রবার সকালে এ কর্মসূচীর উদ্বোধন করেন গাবতলী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার রওনক জাহান।
এ সময় উপস্থিত ছিলেন- স্বপ্ন এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এবং তীর এর উপদেষ্টা মোঃ জিয়াউর রহমান, বিসিএফ এর সভাপতি এবং সরকারি আযিযুল হক কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস.এম. ইকবাল স্যার, গাবতলী বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি ও সহযোগী অধ্যাপক মোঃ ফজলে বারী রতন, সহ:সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সহ: অধ্যাপক সারোয়ার মোরশেদ নয়ন, কোষাধ্যক্ষ বিপ্লব কুমার মোহন্ত, স্যানো এর সাংগঠনিক সম্পাদক এ.কে আজাদ রাসেল, সদস্য মোছাঃ কানিজ ফাতেমা, প্রকৃতিজ এর সভাপতি এম ফজলুল হক বাবলু, পদ্মপাড়া সপ্রাবি এর সহ: শিক্ষক, উপজেলা কাব লিডার মোঃ আব্দুস সালাম ও স্কাউট দল, মোঃ প্রিন্স, মোঃ নজরুল ইসলাম, অমর, পরিবেশ কর্মী মোঃ মোকছেদ আলী, হেলাল সহ অনেকেই।
এসএ