গাবতলী উপজেলাপ্রধান খবর

গাবতলী মডেল থানার নতুন ওসি “সনাতন সরকার’

বগুড়ায় গাবতলী মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইন্সপেক্টর সনাতন সরকার।

রোববার বিকালে তিনি তার নতুন এ কর্মস্থলে যোগদান করেন। এর আগে শেরপুর থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেচেন তিনি

যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

এর আগে রোববার রাজশাহী রে‌ঞ্জের ডিআই‌জির কার্যালয়ের এক অ‌ফিস আ‌দে‌শে গাবতলী থানার ওসি সিরাজুল ইসলামকে জয়পুরহাট জেলায় বদলী করা হয়। বদলীর এক সপ্তাহ পর গাবতলী মডেল থানার নতুন ওসি হিসেবে সনাতন সরকারকে দায়িত্ব দেয়া হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button