প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার শাকিল আহমেদ (২২) ও তার স্ত্রী।

রোববার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের রহবল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেলে গোবিন্দগঞ্জ থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বগুড়া যাচ্ছিলেন শাকিল আহমেদ। পথিমধ্যে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে ছিটকে রাস্তায় পড়েন শাকিল ও তার স্ত্রী। এ সময় তাদেরকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনেরি।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক বাসটির চালক ও হেলপারকে আটক করেছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button