বগুড়ায় ৩ ডাব ব্যবসায়ীকে জরিমানা
বগুড়ায় তিন ডাব ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোটা ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের কালিতলা, সুলতাগঞ্জপাড়া, খান্দার ও সাতমাথাসহ বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, ভোক্তা পর্যায় থেকে অভিযোগের ভিত্তিতে ডাবের আইনানুগ ও যৌক্তিক বাজার মূল্য নিশ্চিতকরণ ও মনিটরিং করতে অভিযান চালানো হয়। অভিযানে কালিতলায় সুমন সাহার ডাবের আড়ৎ ক্রয় ও বিক্রয় রশিদ না থাকায় এবং প্রদর্শন করতে না পারায় ৫ হাজার টাকা, সুলতানগঞ্জপাড়ায় দুই ভাই ডাব আড়ৎকে তিন হাজার টাকা এবং খান্দারের আড়তদার মঞ্জুর আলমকে ৫ হাজার অর্থদন্ড প্রদান করা হয়।
তিনি আরো জানান, এছাড়াও শহরের বিভিন্ন খুচরা ডাব বিক্রেতাগণদের ক্রয় রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। কৃষি বিপণন অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যাতে ২৫% এর অধিক না হয় সে ব্যাপারে সতর্ক করা হয়।
এসময় মাঠ ও বাজার পরিদর্শক আবু তাহের, বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসএ